Sunday, August 17, 2014

Necessary Accessories For Travel to Hajj


প্রয়োজনীয় মালপত্র


সঠিক সময়ে সুষ্ঠু ও সুন্দরভাবে হজ্ব ব্রত পালনের জন্য প্রয়োজনীয় মালপত্র ও সরঞ্জাম সংগ্রহ করা আবশ্যক, যেমনঃ-
১। পাসপোর্ট, টিকেট এবং ডলার সৌদী রিয়েল।
Air ticket, Passport & Saudi Riyal
২। পাসপোর্ট, টিকেট, টাকা কিংবা চশমা ইত্যাদি নিত্য ব্যবহার্য জিনিস রাখার জন্য গলায় ঝোলানো ছোট একটি ব্যাগ।
Small Neck Bag for Hajj

৩। ইহরামের কমপক্ষে দুই সেট (প্রতি সেটে শরীরের নিচের অংশে পরার জন্য আড়াই হাত বহরের আড়াই গজ এক টুকরো কাপড় এবং গায়ের চাদরের জন্য একই বহরের তিন গজ সেলাই ছাড়া সাদা কাপড়, সুতি হলে ভালো হয়)।
৪। নরম ফিতা ওয়ালা স্পঞ্জের স্যান্ডেল।
৫। ইহরাম পরার কাজে ব্যবহারের জন্য প্রয়োজন হলে কটিবন্ধনী  (বেল্ট)।
৬। গামছা কিংবা তোয়ালে।
৭। লুঙ্গি, গেঞ্জি, পাজামা, পাঞ্জাবী বা আপনি যে পোশাক পরবেন।
৮। সাবান, টুথপেষ্ট, টুথব্রাশ বা মিসওয়াক।
৯। নখ কাটার যন্ত্র, সুঁই-সুতা।
১০। থালা, বাটি এবং গ্লাস।
১১। হজ্বের বই, পবিত্র কোরআন শরিফ এবং ধর্মীয় পুস্তক।
১২। শীতের কাপড়।
১৩। প্রয়োজনীয় ওষুধপত্র, চশমা ব্যবহার করলে একাধিক চশমা (ভিড় কিংবা অন্য কোনো কারনে ভেঙ্গে গেলে ব্যবহারের জন্য)।
১৪। কাগজ-কলম।
১৫। বাংলাদেশি টাকা  (দেশে ফেরার পর বিমান বন্দর থেকে বাড়ি ফেরার জন্য)।
১৬। নারীদের জন্য বোরখা।
১৭। মালামাল নেয়ার জন্য ব্যাগ অথবা সুটকেস (তালাচাবি সহ); ব্যাগে নিজের নাম ঠিকানা ও টেলিফোন নম্বর লিখতে হবে অন্যথায় বিমান বন্দরে অনেক ব্যাগের ভেতর আপনার ব্যাগটি সহজে সনাক্ত করা সম্ভব হবে না।
১৮। উপরে উল্ল্যেখিত মালামাল ছাড়াও যদি আপনার ব্যবহারের প্রয়োজনীয় মালপত্র থেকে থাকে তবে তা এই দূর যাত্রায় সঙ্গে নিতে পারেন যেমন- মোবাইল ফোন, সৌদী আরবে ব্যবহার করা যাবে এমন সীম কার্ড, ম্যাপ ইত্যাদি।ঢাকার উত্তরার আশকোনায় অবস্থিত হাজী ক্যাম্পে টিকা দেয়া, হজের প্রশিক্ষন, বৈদেশীক মুদ্রা কেনা সহ প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়।

Such a Hajj things


No comments:

Post a Comment