Sunday, August 17, 2014

Jeddah Airport, Saudi Arabia / King Abdulaziz International Airport, Saudi Arabia

জেদ্দা বিমান বন্দর

পৃথীবির সর্ব বৃহত বিমান বন্দরের একটি হলো সৌদী আরবের জেদ্দা বিমান বন্দর, যেখানে প্রায় প্রতি মুহুর্তেই বিমান উড্ডয়ন কিংবা অবতরন করে বিধায় এটি প্রায় সর্বদাই লোকে লোকারণ্য হয়ে থাকে, যে কারনে আপনি সহজেই পথ বা সফর সঙ্গী হারিয়ে ফেলতে পারেন, তাই বিমান বন্দরে নেমে বিচলিত না হয়ে ধৈর্য্য সহকার ইমিগ্রেশন পাস, বোর্ডিং পাস, মালামাল ইত্যাদি সংগ্রহ করে নিন, সম্ভব হলে দলের দুর্বল বা বয়ষ্কদের সাহায্য করুন এবং দলবদ্ধ অবস্থায় থাকুন, কারন এই লোকের ভিড়ে একবার হারিয়ে গেলে পূনরায় একত্রিত হতে আপনাকে বেশ বেগ পেতে হবে।  মোয়াল্লিমের গাড়ি আপনাকে জেদ্দা থেকে মক্কায় যে বাড়িতে আপনি থাকবেন সেখানে পৌছে দেবে। সেখানে পৌছানোর পর আপনাকে মোয়াল্লিমের নম্বর (আরবীতে) লেখা একটি কাব্জি-বেল্ট দেয়া হবে, তা হাতে পরে নেবেন। পাশাপাশি বাংলাদেশ সরকারের পরিচয়পত্র (পিলগ্রিম পাশ নম্বর, নাম, ট্রাভেল এজেন্টের নাম ইত্যাদি সম্বলিত) গলায় ঝোলাবেন। জেদ্দা থেকে মক্কায় পৌছাতে আনুমানিক দুই ঘন্টার মত সময় লাগে উক্ত সময়ে তালবিয়া পাঠ করুন (লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক...)।

Jeddah Airport, Saudi Arabia / King Abdulaziz International Airport, Saudi Arabia 
  
Jeddah Airport, Saudi Arabia / King Abdulaziz International Airport, Saudi Arabia

No comments:

Post a Comment