Sunday, August 17, 2014

Preface about Hajj

ভূমিকা

‘হজ্ব’ শব্দের আভিধানিক অর্থ ইচ্ছা করা অর্থাত এর পারিভাষিক অর্থ, আল্লাহ তাআলা’র সন্তুষ্টি অর্জনে শরিয়তের নিয়মানুসারে নির্ধারিত সময়ে কাবা শরীফ ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করা। ইসলামের পাঁচটি স্তম্ভ যথা- কালেমা, নামাজ, রোজা, হজ্ব এবং যাকাত, সুতরাং হজ্ব একটি ফরজ এবাদত।
প্রতি বছর বিশ্বের প্রায় সকল দেশের বিপুল সংখ্যক ধর্মপ্রার মুসল্লীরা পবিত্র হজ্ব ব্রত পালনের উদ্দেশ্যে আরব দেশে গমন করেন। ভাষার ভিন্নতা, নতুন স্থান, নতুন পরিস্থিতি তথা বিবিধ কারনে হাজীগণ নানা সমস্যায় আক্রান্ত হতে পারে, তাই সুষ্ঠু ও সুন্দরভাবে হজ্ব পালনের জন্য দরকার যথাযথ প্রস্তুতি ও জানাশোনা। হজ্ব পালন সম্পর্কে একটি সহজ ও সংক্ষিপ্ত ধারনা দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। এছারাও  খুঁটিনাটি বিষয়গুলো আরো ভালোভাবে জেনে নেয়ার জন্য অভিজ্ঞ ব্যক্তি ও আলেমদের সহায়তাও নিতে পারেন হজ্বযাত্রীরা। আর সুষ্ঠু ও সফলভবে হজ্ব পালনে আমাদের এই আয়োজন যদি আপনাদের সমান্যতমও সহায়ক হয়, তবেই আমাদের এই প্রচেষ্টা সর্থক বলে ধরে নেব। সকল হজ্ব যাত্রীর জন্য রইল আমাদের শুভকামনা।

Jeddah to Mecca

No comments:

Post a Comment