Sunday, August 17, 2014

'talbiyah' mandatory for every Hajji

সম্মানিত হজ্ব যাত্রীগণ-

আসসালামুআলাইকুম,

আলহামদুলিল্লাহ্, সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন ও সুন্দর এই পৃথিবীতে অসংখ্য নেয়ামত দান করেছেন। নিশ্চয়ই আমরা মহান সৃষ্টিকর্তার নিকট ঋণী। ইসলামের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে হজ্ব অন্যতম একটি। শারীরিকভাবে সমর্থবান এবং আর্থিকভাবে স্বচ্ছল প্রতিটি মুসলমান নর-নারীর উপর হজ্ব ফরজ করা হয়েছে। পৃথিবীর প্রাচীনতম এবাদতের স্থান এবং মুসলিমের মহামিলনের কেন্দ্রস্থল হলো পবিত্র কাবা শরীফ যেখানে একই সাথে মানসিক, শারীরিক এবং আর্থিক এবাদতের সমন্নয় ঘটে। রাসুলুল্লাহ (সাঃ) বলেন, “মকবুল হজ্বের একমাত্র প্রতিদান হলো জান্নাত”। হজ্ব একটি কঠিন এবাদত তাই হাজীগণ যেন সুষ্ঠু ও সুন্দরভাবে হজ্ব ব্রত পালন করে দোজাহানের অশেষ পূণ্য হাসিল করতে পারেন সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।



লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক,
লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান্-নি’মাতা লাকাওয়ালা মূলক
লা-শারীকা লাক্।


Talbiyah

No comments:

Post a Comment