Place of prayer
দোয়া কবুলের জায়গা
- মাতাফ (তাওয়াফ করার স্থানকে মাতাফ বলে)
- মুলতাযাম- (হাজরে আসওয়াদ থেকে বায়তুল্লাহ’র দরজা পর্যন্ত স্থানে)
- হাতিমের মধ্যে
- মিযাবে রহমতের মধ্যে
- কাবা ঘরের ভেতর
- জমজম কূপের কাছ (যদিও কূপ এখন বেজমেন্টের নিচে, চাইলেও দেখা যায় না)
- মাকামে ইব্রহীমের কাছে
- সাফা ও মরওয়া পাহাড়ের উপর
- সাফা ও মরওয়া পাহাড়ের মাঝখানে
- বায়তুল্লাহ’র দিকে যখন নজর পড়ে
- রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝখানে
- আরাফাতের ময়দানে
- জাবাল-ই-রহমত (আরাফাত ময়দানে অবস্থিত)
- মুযদালিফার ময়দানে
- মিনা’র ময়দানে
- মিনা’র মসজিদে খায়েফে
- কঙ্কর নিক্ষেপের স্থানে
- জাবাল-ই-নূর (যেখানে রাসূলুল্লাহ [সাঃ] ধ্যান করতেন, এখানে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়)
No comments:
Post a Comment